ঘাটাল ব্লকের এক নম্বর অঞ্চলের সুলতানপুরে গতকাল শনিবার সন্ধ্যেয় পরিবর্তন সভায় উপস্থিত হয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট , তিনি বলেন সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেয়া হবে ল্যাংড়ার মত ওরা চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে অতএব তৃণমূল কে ওরা বাঁচাতে যাবে না, মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।