রাজনগরে সিপিআইএমের পক্ষ থেকে বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে কালা দিবস পালন করা হলো শনিবার বিকাল চারটা নাগাদ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর আজকের দিনেই উত্তরপ্রদেশের অযোধ্যায় কর সেবকরা ৫০০ বছরের প্রাচীন বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দেয়। এরই প্রতিবাদে সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির পক্ষ থেকে দিনটিকে কালা দিবস হিসেবে পালন করা হলো। এই উপলক্ষে একটি প্রতিবাদ মিছিল এবং পথসভা করা হলো। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য শুকদেব বাগদী সহ শিবদাস লোহার, সনৎ লোহার।