শহর বর্ধমানের রেনেসাঁ উপনগরীর ফ্লাট বাড়ি থেকে এক বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। মৃতের নাম হীরানন্দ মিশ্র (৬৭) শহর বর্ধমানের বিসি রোডে তার বাড়ি থাকলেও তিনি রেনেসাঁয় তার ফ্ল্যাট বাড়িতে একাই থাকতেন। গতকাল বৃহস্পতিবার সকালে কাজের মানুষ তার ফ্ল্যাটে গিয়ে বেল বাজালে কোন সারা শব্দ না পেয়ে স্থানীয় মানুষজনদের জানায়। স্থানীয় মানুষজন বর্ধমান সদর থানায় খবর দিলে পুলিশ এসে গেট ভেঙে ওই বৃদ্ধকে উদ্ধার করে Bmch আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে