বুধবার সাত সকালেই কলাইকুন্ডা বারডাঙ্গা এলাকাতে হাতির উপস্থিতিতে আতঙ্ক। সকালেই বারডাঙ্গা এলাকার একটি ব্রিজের ওপর চলে আসে হাতি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল সেখানে। যাতায়াত বন্ধ করে দেন স্থানীয়রা। পরে স্থানীয়রা উদ্যোগ নিয়েছে হাতিকে সেখান থেকে সরিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন।