গলসি ২: বেলগ্রাম সন্নিকট শুভম রাইসমিলের মেনগেটের সামনে জাতীয়সড়ক কর্তৃপক্ষ JCB দিয়ে কাটতে এলে রাইস মিলের শ্রমিকরা বাঁধা দিলো
গলসি ২নং ব্লকের বেলগ্রাম সন্নিকট শুভম রাইস মিলের মেনগেটের সামনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জেসিবি দিয়ে কাটতে এলে রাইস মিলের শ্রমিকরা সম্মিলিতভাবে বাঁধা প্রদান করে শনিবার বিকেল চারটেয়। শ্রমিকদের অভিযোগ বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ মিলের প্রবেশদ্বারের রাস্তা কেটে দেওয়ায় রাইস মিল কর্তৃপক্ষ যদি রাইস মিল বন্ধ করে দেয় তাহলে দুই শতদিক শ্রমিক কাজ হারাবে। শ্রমিকদের দাবি বাবুর পেটে লাথি মারা মানে আমাদের পেটে লাথি মারা। তাই রাইস মিলের শ্রমিকরা রুখে দাঁড়ালো