বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে সংগঠনকে শক্তিশালী করতে তৎপর বিজেপি। সেইমতো শনিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ কেতুগ্রামে সাংগঠনিক বৈঠক করল যুব মোর্চা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেতুগ্রাম বিধানসভার ইনচার্জ চঞ্চল মাঝি সহ অনান্যরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, একাধিক সাংগঠনিক বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। তাছাড়া আগামীদিনে দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।