প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমূহের জোন স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল বরাবাজার টিম গ্রাউন্ডে শুক্রবার, জাতীয় পতাকা এবং রাজ্য পতাকা উত্তোলনের মাধ্যমে এদিন সকাল ১১টা নাগাদ ক্রীড়ার শুভ উদ্বোধন করলেন বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল ও শিবানী মাহাতো, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা সহ একাধিক জনপ্রতিনিধি