নিয়ামতপুর সূর্য্য ধাম মন্দিরে হবে গাইত্রী মহাযজ্ঞ,করা হলো কলশ যাত্রা আসানসোলের কুলটির নিয়ামতপুর শ্রী সূর্য্য ধাম মন্দির প্রাঙ্গনে ৪ দিন ব্যাপী ২৪ কুন্ডিয় রাষ্ট্র সর্য সমৃদ্ধি গায়ত্রী মহা যজ্ঞ এর আয়োজন করা হয়েছে। যেখানে মাগদর্শন শান্তি কুঞ্জ হরিদুয়ার থেকে আগত ধর্ম গুরুদের দ্বারা এই যজ্ঞ করা হবে আজ সকাল থেকে শ্রী সূর্য ধাম মন্দির নিয়ামতপুরে। এই ধার্মিক অনুষ্ঠানের আয়োজক অখিল বিশ্ব গায়ত্রী পরিবার নিয়ামতপুর শাখার উদ্যোগে করা হবে এই অনুষ্ঠান। ৪দিন ব্যাপী