বর্ধমান ১: বালিবোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত সহ সগড়াই থেকে চালককে গ্রেফতার করলো রায়না থানার পুলিশ
ধৃতের নাম রাখাল রায়। খণ্ডঘোষ থানার সালুনে তার বাড়ি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে সগড়াই–শ্যামসুন্দর রোড ধরে সগড়াইয়ের দিক থেকে ট্রাক্টরটি আসছিল। কিষাণ মাণ্ডির কাছে ট্রাক্টরটিকে আটকানো হয়। ট্রাক্টরের নম্বর প্লেট ছিল না। চালক বালির কোনও চালানও দেখাতে পারেনি বলে পুলিশের দাবি। দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ।