ফের অশান্ত হয়ে উঠেছে ওপার বাংলা। প্রাণভয়ে বাংলাদেশ ছেড়ে পরিবার নিয়ে এপার বাংলায় এক বৃদ্ধ। অনুপ্রবেশ জেনেও বাংলাদেশীদের আগলে রেখেছেন এপার বাংলার গ্রামবাসীরা। CAA এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবি পালিয়ে আসা বাংলাদেশী পরিবারের। আবার তাদের বাংলাদেশের পাঠিয়ে দেওয়া হলে জিহাদীরা গুলি করে খুন করবে তাদের। মালদহের পুরাতন মালদা থানা এলাকায় আপাতত এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই বাংলাদেশি পরিবার।