গলসি ২: NH 116A রাস্তা নির্মাণ জন্য অধিকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ বেলগ্রামে
এন এইচ ১১৬এ যে রাস্তা নির্মাণ হবে সেই রাস্তার জন্য অধিকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো গলসি ২নং ব্লকের বেল গ্রামে। জানা গেছে খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত তৈরি হবে এন এইচ ১৬ এ রাস্তা। কৃষকদের জমি নিয়ে তৈরি হবে এই রাস্তা। কিন্তু সঠিক ক্ষতিপূরণ যাতে পায় তারই দাবিতে এদিনের এই বিক্ষোভ সমাবেশ। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক ও গলসি ২নং ব্লকের উপর দিয়ে যাচ্ছে এই রাস্তাটি।