মেদিনীপুর: মেদিনীপুরে রাঙ্গামাটি ওড়াল পোলের ওপর বাইকের সঙ্গে ধাক্কা প্রাইভেট কারের, আহত ২
মেদিনীপুরে রাঙ্গামাটি ওড়ালপোলের ওপর বাইকের সাথে ধাক্কা প্রাইভেট কারের। ঘটনায় গুরুতর আহত হলেন বাইকের দুজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাইক এবং প্রাইভেট কারের অংশ। পরিস্থিতির পর ঘটনাস্থলে যানজট হলে সামাল দিতে ছুটে আসে ট্রাফিক পুলিশ। স্বাভাবিক করেছে পরিস্থিতি।