জামালপুর: রাজ্যজুড়ে 'এসআইআর' বিতর্কের মাঝে 'নজির' গড়লেন জামালপুরের মঞ্জু বাগ
রাজ্যজুড়ে 'এসআইআর' বিতর্কের মাঝে 'নজির' গড়লেন জামালপুরের মঞ্জু বাগ।যেখানে রাজ্য রাজনীতিতে এসআইআর সম্পর্কিত কাজে দেরির অভিযোগ ও পদ্ধতিগত ত্রুটি নিয়ে চলছে তীব্র শোরগোল, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে। প্রতিকূলতাকে সঙ্গী করেও, নজিরবিহীন দ্রুততার সাথে এসআইআর-এর অত্যন্ত জরুরি কাজ সম্পন্ন করে জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন ৬ নম্বর পাটের বিএলও মঞ্জু বাগ। তাঁর এই সাফল্য বর্তমান রাজনৈতিক