ঝালদা ১: স্বর্গীয় শিব শংকর মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে ১৬ দলীয় ফুটবল খেলার আয়োজন
স্বর্গীয় শিব শংকর মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে ১৬ দলীয় ফুটবল খেলার আয়োজন। ঝালদা থানা এলাকার পুস্তির কুদলঙ্গে ১৬ দলীয় ফুটবল খেলার শুভারম্ভ হল। স্বর্গীয় শিব শংকর মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে অন্যান্য বছরের মতো এ বছরও ফুটবল খেলাটি আয়োজিত হচ্ছে। রবিবার সকাল দশটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় এদিন এই খেলাটির শুভ সূচনা হয়। মূলত স্বর্গীয় শিব শংকর মাহাতোর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে খেলাটি শুরু হয়। বিশেষভাবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবি তথা জ