মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্পের অধীনে রাস্তা সংস্কারের কাজ শুরু হল ইংরেজবাজার পৌরসভার ২৩নং ওয়ার্ড এলাকায়। সোমবার ২৩নং ওয়ার্ডের ১০৫নং বুথ এলাকায় রাস্তার সংস্কারের কাজ শুরু হয়। যা ফিতে কেটে, নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পের অধীনে ছোটো ছোটো উন্নয়নমূলক কাজ করার জন্য বুথে বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন।