দত্তপুকুর বিরা চৌমাথায় ট্রাফিক পুলিশের কড়া অভিযান, ৩০ জনের বেশি চালককে জরিমানা সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে বারাসাত জেলা পুলিশের অন্তর্গত দত্তপুকুর ট্রাফিক পুলিশ কঠোর পদক্ষেপ নিল। দত্তপুকুর বিরা চৌমাথায় আচমকাই বিশেষ ধরপাকড় অভিযান চালানো হয়। দত্তপুকুর ট্রাফিক ওসি দেবদাস দেবনাথ-এর নেতৃত্বে এই অভিযানে হেলমেটবিহীন এবং লাইসেন্সবিহীন মোটরবাইক চালকদের লক্ষ্য করা হয়। এই ধরপাকড়ের ফলে ৩০ জনের বেশি চালকের বিরুদ্ধে জরিমানা (ফাইন) করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জরিমানা ক