গাজোল: ভুট্টার জমিতে বিষ স্প্রে করার সময় আচমকাই পড়ে মৃত্যু হলো ১ব্যক্তি বিষয়কে কেন্দ্র করে তুলসী ডাঙ্গা এলা চাঞ্চল্য ছড়ালো
Gazole, Maldah | Dec 13, 2025 ভুট্টার জমিতে বিষ স্প্রে করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গাজোল এলাকায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় সাহা (৪২)। তাঁর বাড়ি গাজোল স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন তুলসীডাঙ্গা এলাকায়।জানা যায়, শনিবার সকালে আত্মীয় নিত্য সাহার দুই বিঘা ভুট্টার জমিতে স্প্রে করার কাজ চলছিল। নিত্য সাহা জলে বিষ মেশানোর কাজ করছিলেন এবং সঞ্জয় সাহা স্প্রে করার দায়িত্বে ছিলেন। এক বিঘা জমিতে স্প্রে করার কাজ শেষ হওয়ার পর পরবর্তী জমিতে কাজ শুরু করতে গ