মাথাভাঙা ১: শিবপুর চৌপথি এলাকায় খেলতে গিয়ে জলে পড়ে এক শিশুর মৃত্যু
খেলতে গিয়ে জলে পড়ে এক বছরের শিশুর মৃত্যু। রবিবার বেলা ১ টা নাগাদ দেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসা হয়। ঘটনাটি ঘটেছে শীতলখুচি ব্লকের শিবপুর চৌপথি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে আজ সকালে পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিল। সেই সময় রাজু শীল(১) নামে এক শিশু খেলতে খেলতে বাড়ির পাশে একটি জলাশয়ে সামনে চলে যায় এবং জলাশয়ে শিশুটি পরে যায় ।