রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১ তম জন্মদিন। সেই উপলক্ষে সোমবার বিকেলে পুরুলিয়ার নিতুরিয়া ব্লক INTTUC এবং SC,OBC Cell এর উদ্যোগে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হল। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে দিনটি পালন করা হল। নিতুরিয়া ব্লক INTTUC এর সভাপতি হরেরাম সিং এবং SC, OBC Cell এর সভাপতি উত্তম বাউরি জানান এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় এক হাজার দুস্থ কে শীতবস্ত্র বিতরণ করা হয়।