রাজনগরের ভবানীপুর অঞ্চলের গুড়কাটা মোড়ে বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হল শনিবার বিকেল চারটে নাগাদ। উপস্থিত জেলা সদস্য সুকুমার নন্দী। বিজেপির সিউড়ি তিন মণ্ডলের পক্ষ থেকে এই পরিবর্তন সভার আয়োজন করা হয়। সভায় বর্তমান তৃনমূল সরকারকে কটাক্ষ করে বক্তব্য রাখেন উপস্থিত বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সদস্য সুকুমার নন্দী সহ বিজেপি নেতা বংশীধর মালি, শ্যামল গোস্বামী, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ কুমার গড়াই, সিউড়ি তিনের মন্ডল সভাপতি ধনঞ্জ