কান্দিতে পথশ্রী প্রকল্পের রাস্তার শিল্যান্যাস! রবিবার বিকেলে কান্দি মহালন্দির বাজারডাঙ্গা এলাকায় কান্দি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মহালন্দী ১ গ্রাম পঞ্চায়েতে একাধিক রাস্তার কাজের শিল্যান্যাস করা হল।আগামী ৫বছরের গ্যারান্টি নিয়ে পথশ্রী রাস্তার শুভ শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন কান্দি বিডিও তপন কুমার মন্ডর, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার ও স্থানীয় আধিকারিকরা। প্রায় ২কোটি ৪১ লক্ষ টাকার ঢালাই রাস্তার কাজ করা হবে এলাকার উন্নয়নের কথা মাথায়