মানিকচক ব্লকের এনায়েতপুর বাজার বেশ জনবহুল এলাকা। সপ্তাহে দুইদিন হাট এবং প্রতিদিন দুইবেলা বাজার বসে। এনায়েতপুর অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে জনসাধারণ আসেন বাজার করতে। পাশাপাশি রয়েছে অনেকগুলো দোকান।প্রয়োজন ছিল কমিউনিটি টয়লেটের।এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে কমিউনিটি টয়লেটের নির্মাণ কাজ হয়। নবীনির্বিত টয়লেটের উদ্বোধন করা হয়।ফিতে কেটে মিষ্টি মুখ করিয়ে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হয়। উপ-প্রধানসহ অন্যান্যদের উপস্থিতি।