মুরারই দু'নম্বর ব্লকের কাশিমনগরে বাইক দুর্ঘটনায় মৃত্যু বর্ষাপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন লক্ষ্মীডাঙ্গা মাজার পাড়ার দুই যুবকের। আজ রবিবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হয়ে আজ রবিবার বিকেল নাগাদ দেহ ফিরলো বর্ষাপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন লক্ষ্মীডাঙ্গা মাজার পাড়ায় । আজ রবিবার বিকেল নাগাদ বর্ষাপুকুর বাসস্ট্যান্ড লক্ষ্মীডাঙ্গা মাজার পাড়ায় দুই যুবকের সমাধিস্থ করা হয়েছে।শোকের ছায়া নেমে এসে গোটা গ্রাম জুড়ে।