খানাকুল ১: আরামবাগ মহকুমা জুড়ে কঠোর নিরাপত্তার মধ্য শুরু হল WBP কনস্টেবল নিয়োগ পরীক্ষা,কোথায় এবং কতজন এই পরীক্ষা দিলেন দেখুন
আরামবাগ মহকুমা জুড়ে কঠোর নিরাপত্তার মধ্য শুরু হল WBP কনস্টেবল নিয়োগ পরীক্ষা।মহকুমায় মোট 13900 জন পরীক্ষা দিচ্ছেন,তার মধ্যে 2000 জন মহিলা,আরামবাগ মহকুমায় 23 টি স্কুল ও 5 টি কলেজে এদিন পরীক্ষা হচ্ছে।সকাল থেকে স্কুল ও কলেজ চত্বরে ছিল টানটান উত্তেজনা।বহু দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীরা ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে নির্ধারিত প্রক্রিয়া মেনে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন।পরীক্ষার্থীদের পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড যাচাই করে তবেই ভেতরে ঢুকতে দেওয়া হয়।