মাদারিহাট: বীরপাড়ায় বুধবার ৪৪ টি নিষিদ্ধ কাফসিরাপের বোতল ধরা পড়ল ১ পাচারকারি
বীরপাড়া থানার পুলিশের হাতে বুধবার ৪৪ টি নিষিদ্ধ কাফসিরাপের বোতল ধরা পড়ল ১ পাচারকারি। ধৃত পাচারকারির নাম সাদ্দাম আলি। ৩৫ বছর বয়সী সাদ্দামের স্কুটারটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তার বাড়ি ক্ষুদিরামপল্লীতে। এদিন নাংডালা রোড এলাকা থেকে তাকে বমাল গ্রেপ্তার করে পুলিশ। সাদ্দামের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বীরপাড়া থানা সূত্রে জানানো হয়েছে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। স্থানীয়দের অভিযোগ বীরপাড়ায় রমরমিয়ে সিড