ঘাটাল: দ্বন্দিপুরে ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন ACMOH
মুখ্যমন্ত্রীর দেওয়া ট্রমা কেয়ার সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন হলো ঘাটালের দন্দিপুর এলাকায়। এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন ACMOH, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল, উপস্থিত ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, বীর সিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্বাস্থদপ্তরের BMOH সহ স্বাস্থ কর্মীরা। আজ উদ্বোধন হলো এই অ্যাম্বুলেন্সএর। ঘাটাল ব্লকে বুধবার এবং শনিবার এই দিন অ্যাম্বুলেন্স থেকে পরিষেবা পাবে মানুষ