রায়না ১: বেহাল রাস্তা চরম দুর্ভোগে গ্রামবাসিরা, রাস্তার দাবিতে পথ অবরোধ রায়না ২ব্লকে
বেহাল রাস্তায় চরম দুর্ভোগে গ্রামবাসী,অবশেষে পথ অবরোধে ফেটে পড়ল ক্ষোভ,আশ্বাসে অবরোধ উঠল।পূর্ব বর্ধমান জেলার, রায়না-২ ব্লকের কুলডাঙ্গা থেকে একলক্ষী সাহাপাড়া মোড় পর্যন্ত দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার পাকা রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ—প্রতিদিনের যাতায়াত, স্কুল কলেজে যাওয়া, রোগী বহন করা—সব ক্ষেত্রেই এই রাস্তাটি অপরিহার্য হলেও বহুদিন ধরেই এটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এর জেরে গ্রামবাসীদের ভোগান্তি চরম