শুক্রবার দুপুর সাড়ে তিনটা থেকে এ বি এন শীল কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফর নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বৈঠক শেষে বিকেল পাঁচটা নাগাদ অভিজিৎ দে ভৌমিক জানান ১৩ তারিখ কোচবিহারে বিশাল জনসভায় করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।