মঙ্গলবার শহরের ব্যবসায়িক ছুটির দিন বিকেলে শুরু হয় নবদ্বীপ পৌরসভা পরিচালিত ১১ তম বর্ষ মিউনিসিপাল সকার কাপের চতুর্থ কোয়াটার ফাইনাল খেলা,প্রতিদ্বন্দ্বিতা করে শহরের দুই শক্তিশালী দল আজাদ হিন্দ ক্লাব বনাম তরুণ সংঘ,টুর্নামেন্টের শেষ অর্থাৎ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হতেই দুটি দলের আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচটি ক্রমশ উপভোগ্য হয়ে ওঠে,প্রথম অর্ধের মাঝামাঝি ১টি ও দ্বিতীয় অর্ধে আরও ২টি গোল করে ম্যাচটি ৩-০ তে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় আজাদ হিন্দ ক্লাব