মঙ্গলকোটের উজিরপুর থেকে মঙ্গলবার এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম সাবিত্রী মাঝি(৭২)। তার দেহের এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই বৃদ্ধার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজনরা। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তারা খতিয়ে দেখছে ওই বৃদ্ধার মৃত্যুর কারণ।