গলসি ২: DYFI গলসি ২ এর উদ্যোগে বিনামূল্যে এবিটিএ টেস্ট পেপার বিতরণ অনুষ্ঠিত হল গলসি ভবতারণ স্মৃতিকক্ষে
DYFI গলসি ২ এর উদ্যোগে বিনামূল্যে এবিটিএ টেস্ট পেপার বিতরণ অনুষ্ঠিত হল গলসি ভবতারণ স্মৃতিকক্ষে। বুধবার দুপুর একটায় এই এবিটিএ টেস্ট পেপার ৬০ জন মাধ্যমিক দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন DYFI এর পক্ষ থেকে সংগঠনের গলসি দুই লোকাল কমিটির সম্পাদক মনসিজ হোসেন, ও সভাপতি রাজিব সাম সহ স্থানীয় নেতৃত্ব। শিক্ষক সংগঠন এবিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিধান চন্দ্র সানা, অমিতাভ মন্ডল মুকুলেশ কবিরাজ সহ আরো অনেকে।