হোস্টেলে খাবার অত্যন্ত নিম্নমানের। অভিযোগ জানাতে গেলেই উড়ে আসছে হুমকি। সাসপেন্ড করে দেওয়া হবে বলা হচ্ছে স্টুডেন্টদের। আজ ১৭ই ডিসেম্বর আনুমানিক মধ্যরাত্রে হোস্টেল থেকে বেরিয়ে এসে থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ ছাত্রীদের। ছবিটা এরাজ্যের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। গভীর রাতে ছাত্রী বিক্ষোভে অশান্ত কবিগুরুর শান্তিনিকেতন।বদলেছে উপাচার্য, তবে বদলায়নি পরিবেশ। বিদ্যুতের জায়গায় নতুন উপাচার্য এসেছেন প্রবীর। কিন্তু সমস্যা মেটেনি। দীর