নন্দীগ্রাম ১: ২০০৭সালের ভূমি আন্দোলনে নিহত রবিন দাসের১৮তম স্মরণসভা আজ সাউদখালীর অফিস পল্লীতে অনুষ্ঠিত হল
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের সাউদখালীর অফিস পল্লীতে ২০০৭সালের নন্দীগ্রাম ভূমি আন্দোলনে নিহত রবিন দাসের ১৮তম স্মরণসভা করলো সোনাচুড়া অঞ্চল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। ২০০৭সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের ক্যামিক্যাল হাবের নামে জমি অধিগ্রহনের বিরুদ্ধে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গড়ে নন্দীগ্রামের কৃষি জীবি মানুষ আন্দোলনে করে। সেই আন্দোলনে আজকের দিনে নিহত হয়ে ছিলেন রবিন দাস। আজ যথা যোগ্য মর্যাদার সঙ্গে তার ১৮স্মরণ সভা করলো সোনাচুড়া অঞ্চল ভূমি উচ্ছেদ প্