লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে তেহট্টের মালিয়াপোতায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। মৃতের নাম ঋক ঘোষ (২৩) বাড়ি ধুবুলিয়ার চুয়াখালি। বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে লরিটি তেহট্টের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। সেই সময় কৃষ্ণনগরের দিক থেকে মালিয়াপোতার দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। মালিয়াপোতা কলার হাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী রাস্তায় পড়ে যায়। সেই সময় লরিটি তাকে পিষে দেয়।