স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার পর পায়রাডাঙ্গায় রেল লাইনে ঝাঁপ দিয়ে স্বামীর,মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো GRP। সূত্রের খবর, সোমবার দুপুরে রানাঘাট থানার উকিল নাড়ার বাসিন্দা এক গৃহবধূ কে তারই শ্বশুরবাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে তার স্বামী।পরে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে গৃহবধূকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসারত রয়েছেন ওই গৃহবধূ।