ময়ূরেশ্বর ১: মল্লারপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের, মৃতদেহ বাড়িতে ফিরতেই কান্নার রোল আত্মীয়দের
বৃহস্পতিবার বৈকালে মল্লারপুর থানার অন্তর্গত বাইনা মোর ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে গেল এক মর্মান্তিক পথ-দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুরহাট দিক থেকে সিউড়ি মুখী একটি সরকারি বাস দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় রাস্তা পারাপার করছিলেন মল্লারপুর বাইনা মোড়ের পূর্বপাড়া এলাকার বাসিন্দা বিপদ লেট। রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে বাসটি, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।