হাসখালি নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত 9 জনকে দোষী সাব্যস্ত করলো রানাঘাট আদলত। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য রানাঘাট মহকুমা আদালতে। সূত্রের খবর, 2022 সালে এপ্রিল মাসে হাসখালি থানার বগুলায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণ ধর্ষণের শিকার হন এক নাবালিকা। পরে তাকে খুন করে দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরে সেই তদন্তভার আদালতের নির্দেশে যায় সিবিআই এর কাছে।