প্রসঙ্গত আজ সকাল থেকেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে ওঠে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এই ঘটনার বিষয়ে বলতে গিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র বলেন এসআইআর শুরু হওয়ার পর থেকেই বাঙালিরা ভিন রাজ্যে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে। এর জন্য একমাত্র দায়ী বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে জানিয়েছেন বিনা প্ররোচনায় কেউ পা দেবেন না।