ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা মস্তান রোড এলাকায়। শুক্রবার দুপুর তিনটে নাগাদ গোটা ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিষেক দাঁড় করলেন বাড়ির মালিক। ইলেকার বাসিন্দা মিরা দেবির বাড়ির দরজার তালা ভেঙে সোনা ও রুপোর অলঙ্কার থেকে শুরু করে টাকা এবং বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এক সপ্তাহ আগে মিরা দেবি গঙ্গারামপুরে অসুস্থ জামাইকে দেখতে গিয়েছিলেন। বাড়ি ছিল ফাঁকা।