লোকপুর থানার অন্তর্গত আনন্দনগর গ্রাম সংলগ্ন ল-ডাঙ্গাল এলাকায় খোলা মাঠ থেকে ১২ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। শনিবার সকাল নটা নাগাদ পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে। জানা যায় জেলায় সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বীরভূম জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। শুক্রবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ লোকপুর এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।