রায়না ১: মাধবডিহিতে রাইস মিল থেকে গায়েব ২৫ টন গোবিন্দ ভোগ চাল-সহ লরি, ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার লরি, গ্রেফতার ২
মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত বালাজী এগ্রো প্রোডাক্টস থেকে ২৫ টন গোবিন্দ ভোগ চাল বোঝাই একটি লরি উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে ফিল্মি কায়দার এই চুরির ঘটনার পর পুলিশও দেখাল ফিল্মি তৎপরতা—মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চাল ও লরি উদ্ধার করে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।