কাটোয়া ২: রাস উৎসব শেষ, তবুও আনন্দের শেষ নেই — শনিবারেও মেলা মুখী দাঁইহাটবাসী
গত পরশুদিনই শেষ হয়েছে দাঁইহাট এর রাসের ঐতিহ্যবাহী শোভাযাত্রা। আর গতকালের পর আজ শনিবার সন্ধ্যাতেও মেলা প্যান্ডেল গুলির সামনে রয়েছে ভিড়। শেষ মুহূর্তের আনন্দ উপভোগ করতে মেলা মুখী হয়েছে দাঁইহাট বাসে। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ এমনই ছবি ধরা পরল দাঁইহাট গঙ্গার রাস্তার মোড এলাকা এবং সিনেমা হল চত্বরে এলাকায়।