চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার মৃত মহিলার নাম পুষ্পা বাগদি বয়স ৪৬ বছর,গলসী থানার গলিগ্রাম অনুরাগপুর এলাকয় তার বাড়ি। মৃত মহিলার ছেলে সঞ্জয় বাগদি জানায় গতকাল বেলা ১২ টার সময় তার মা মাঠে গেয়েছিল ঘাস কাটতে। ঘাস কাটার সময় তার ডান পায়ের গোড়ালির কাছে একটি চন্দ্রবোড়া সাপে কামড়ায়। বাড়ির লোকজনদের বিষয়টি জানালে বাড়ির লোকজন প্রথমে পুরসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে Bmch নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে