মানবাজার ২: বোরো থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যাক্তির
অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যাক্তির।বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা নাগাদ বোরো থানার পুলিশ সূত্রে জানা যায় সকালের দিকে বোরো গ্রামের বাসিন্দা ধীরেন মাহাতো, বয়স -৪৫ কে বসন্তপুর হাসপাতালে নিলে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।পরবর্তীকালে বোরো থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাতোয়াড়া ম্যাডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায়।