বাড়িতে অবৈধভাবে মদ রেখে বিক্রি করার অভিযোগে কেশিয়াড়ি ও বেলদা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল পুলিশ। শুক্রবার কেশিয়াড়ি থানার নছিপুরের জয়পুর এলাকায় বাড়িতে অবৈধভাবে চোলাই মদের ব্যবসা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেশিয়াড়ি থানার পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ চোলাই মদ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম ধনঞ্জয় হাঁসদা, বাড়ি কেশিয়াড়ি থানার জয়পুর।