মাথাভাঙ্গা ২ ব্লকের বড়শৌলমারি এবং ফুলবাড়ী এলাকায় একদল হাতি চলে আসায় আতঙ্কিত স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ মাথাভাঙ্গা বনদপ্তর এর পক্ষ বলা হয়েছে, এখনো হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়নি যায়নি তবে বনদপ্তর এর কর্মীরা সেখানে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে আলিপুরদুয়ার এলাকা থেকে এই হাতির দলটি মাথাভাঙা দুই ব্লকে চলে আসে। হাতে বেরোনোর খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা সেখানে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তর ও পুলিশ।