তেহট্ট ১: বেতাই ডাঙা পাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই মহিলা চোর, পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে
বুধবার দুপুর আনুমানিক বারোটার ৩০ মিনিটের সময় বেতাই ডাঙ্গাপাড়া এলাকায় দুই মহিলা চোর চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় এর পরে খবর দেওয়া হয তেহট্ট থানায়। তেহট্ট থানার পুলিশ এক শিশু সহ দুই মহিলা চোরকে ধরে নিয়ে আসে তেহট্ট থানায়।