বর্ধমান ১: পাণ্ডবেশ্বর থানার মহাল এলাকায় রান্নার উনান বাইরে থেকে ঘরে আনার পথে শাড়ির আঁচলে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত মহিলা
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার মহাল এলাকায় রান্নার উনান বাইরে থেকে ঘরে আনার পথে শাড়ির আঁচলে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম সোমা দাস, বয়স ৪২, পাণ্ডবেশ্বর থানার মহাল এলাকার বাড়ি। মৃতের স্বামী খগেন্দ্র দাস জানান গত ১৬-১৭ দিন আগে নিজের বাড়িতেই কাঠের উনানে কয়লার আঁচ দিয়ে বাড়ির বাইরে ধোঁয়া ছাড়তে রেখেছিল। সেই উনানকে ঘরে আনতে গিয়ে আগুনের শিখা তার শাড়ির আঁচলে লেগে অগ্নিদগ্ধ হয়।