হাবরা ১: বাংলাদেশী নাবালিকাকে বিয়ে করে আনার জন্য এক যুবককে গ্রেফতার করলো হাবরা থানার পুলিশ
হাবরা থানায় চাইল্ড লাইন মারফত খবর আসে টুনিঘাটার বাসিন্দা বিশ্বজিৎ বাগচী সম্প্রতি বাংলাদেশ থেকে এক নাবালিকাকে বিয়ে করে নিয়ে আসে তার কোন বৈধ কাগজপত্র নেই, পুলিশ সেই ঘটনায় যুবককে গ্রেপ্তার করে এবং নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে।