টোটো ই রিক্সা রেজিস্ট্রেশন করতে শুক্রবার বিকেল তিনটে থেকে বারাসত ২ ব্লকের খড়িবাড়ি এলাকায় টোটো চালকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বারাসত ২ ব্লক আই এন টি টি ইউ সি সভাপতি আব্দুর রউফ। শাসনের চায়না গেট থেকে বড় পোল রুটের টোটো চালকরা বৈঠকে উপস্থিত ছিলেন। ডিসেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে সমস্ত টোটো ই রিক্সা রেজিস্ট্রেশন করতে এই বৈঠক বলে জানা গিয়েছে।